প্রত্যাশার সেদিন গুলি
পুলকিত কোন সন্ধ্যার স্নিগ্ধ
আবেশ মেখে -----
পাখির ডানা ঝাপটানো রাত্রির অন্ধকারে
ক্ষয়ে ক্ষয়ে হারিয়েছে যেন জোনাকির গায়।
তবুও ভয়হীন আলো খুজে খুজে
আলোহীন পথে হাটে কত পাখিরা।
সময়ের পালক ঝরা ভোরে
রোদের হালকা গন্ধ গায়ে মেখে তবুও বুনো পাখিরা
দল বেধে উড়ে যাই দুরে।
অস্থির, অসহিষ্ণু ক্ষয়ে যাওয়া মূল্যবোধর
বেড়ার ফাকে
অবশিষ্ট উত্তাপের আশায় তবুও আসে প্রতিদিনের সূর্য।
জোৎস্নাহীন, বৃষ্টিহীন এই প্রায় পতিত জমিতে
ব্যর্থ কৃষকেরা বোন ধান,
যেন মৃত্যু উপত্যকায় শুধু নিজেকে দিতে বলিদান।