সোফার কোণায় অতিথি কক্ষে বসেছিল হলুদিয়া পাখিটা
অনেক ভেরের ভেতরেও আঁটকে ছিল
স্বপ্নের আঁখিটা।
ভাঙা হৃদয়ের করিডোরে হাটাহাটি করছিলে তুমি,
মুহূর্তেই ভিন্ন এক জগতের বাসিন্দা হয়েছিলাম আমি।
আজও আমি তোমার আছি,
যদিও আমার চারপাশে উড়ছে
ভ্রান্তির মাছি।
অর্ধভঙ্গ কয়েনবক্সটি এখন কেবলই ইতিহাস,
শানবাঁধানো স্বপ্নদীঘিটায় এখনো কি সাঁতরায় রাজহাঁস!
খুঁজে ফেরে জীবনের সমতুল আবাস!!
কবিতারা শব্দের অভাবে ভর্ৎসনা করে,
বর্ণরা অন্তরায় মদিরাহীন,স্বপ্নহীন মরে!
সবুজ পাতারা কালোচুলের মতো
হলুদ হয়ে সাদা হয়ে ঝরে,
তবু আশারা জীবনের ডালাভর্তি ফুল নিয়ে স্বপ্নের দুয়ারে ফেরে।
কষ্ট দেই, দিয়েছি অনেক
তবু তোমাকেই ঢের ভালোবাসি,
তবু তোমাকেই ভালোবাসি ওগো কবিতার দীঘল কালোকেশী
সতত হতাশার আহত পাখি হয়ে, ডানাভাঙা দিন হয়ে, আঁধার রাত্রির কোল হয়ে তোমার কাছেই বারবার ফিরে ফিরে আসি
মাকে তুমি ভুলেও কোনোদিন ডেকোনা মাসী,
অসী কখনো কখোনো পাথরে ঘঁষতে ঘঁষতেই হয়ে যেতে পারে
জীবনযুদ্ধের মসী।
বিবার্তা/কাফী