মানুষ বড় অসহায়

মানুষ বড় অসহায়
প্রকাশ : ১২ মার্চ ২০১৬, ১৩:৫১:৫৮
মানুষ বড় অসহায়
মোঃ এনাম উল ইসলাম
প্রিন্ট অ-অ+
আজ কাল বড় অসহায় মানুষ,
বন্দী হয়ে আছে কত অজানা ব্যাথায়,
সারা অন্তরে বিষের ছাড়াছড়ি
তবু কি ভদ্রতায়
মুখে বাকা চাঁদ হেসে যায়।
 
সিংহাসন নেই- তবু
জোর করে সিংহাসনে শুয়ে থাকে
কুকুরের দল কি অবলিলায়-
ময়ূর বেশে কাক কত আনন্দে
ঝরায় পালক,
আজ কাল বড় অসহায় মানুষ
 
চারিদিকে তার অ-থৈ পানি-
মাঝখানে দুর্বল ভীরু এক কবি-
শুধু কলমের জোরে কি আর
সংসার চলে ??
চলে না।
তাই দাঁড়িয়ে আছি মেঘলা আকাশ মাথায়
সু-দূর শুধু অন্ধকার ভরা 
বড় অসহায়, বড় অসহায়।
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com