আজ কাল বড় অসহায় মানুষ,
বন্দী হয়ে আছে কত অজানা ব্যাথায়,
সারা অন্তরে বিষের ছাড়াছড়ি
তবু কি ভদ্রতায়
মুখে বাকা চাঁদ হেসে যায়।
সিংহাসন নেই- তবু
জোর করে সিংহাসনে শুয়ে থাকে
কুকুরের দল কি অবলিলায়-
ময়ূর বেশে কাক কত আনন্দে
ঝরায় পালক,
আজ কাল বড় অসহায় মানুষ
চারিদিকে তার অ-থৈ পানি-
মাঝখানে দুর্বল ভীরু এক কবি-
শুধু কলমের জোরে কি আর
সংসার চলে ??
চলে না।
তাই দাঁড়িয়ে আছি মেঘলা আকাশ মাথায়
সু-দূর শুধু অন্ধকার ভরা
বড় অসহায়, বড় অসহায়।