নব্য লেখকদের প্রতি রাউলিংয়ের বার্তা

নব্য লেখকদের প্রতি রাউলিংয়ের বার্তা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৬, ২০:০৯:০০
নব্য লেখকদের প্রতি রাউলিংয়ের বার্তা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
বিশ্বের ক্ষমতাশালী এবং ধনী লেখকদের একজন তিনি। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়ার বইয়ের লেখকও তিনি। তিনি জে. কে. রাউলিং। 
 
হ্যারি পর্টার দিয়ে আলোচনায় এসেছিলেন। বিশ্ব এখনো মনে রেখেছে এ সফল লেখিকাকে। কিন্তু শুরুটা আদতে ভালো ছিল না তার। নিজের লেখা প্রথম উপন্যাস প্রকাশ করতে দ্বারে দ্বালে ঘুরেছেন অনেক প্রকাশকের। সবাই তাকে ফিরিয়ে দিয়েছিলেন।
 
প্রত্যাখ্যান করার কারণও সঙ্গে সঙ্গে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিলেন তারা। তেমনই দুটি চিঠির ছবি তুলে নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন জেকে রাউলিং। বলেছেন, ‘প্রতিশোধ নেয়ার জন্য নয়, আমি চাই আমার এই প্রত্যাখ্যাত হওয়ার প্রমাণ যেন নতুন লেখকদের উৎসাহিত করে।’ 
 
রাউলিং তার ‘গুরুত্বপূর্ণ’ কিছু ভক্তের অনুরোধেই এ চিঠি দুটি প্রকাশ করেছেন বলে জানান। চিঠি দুটিতেই প্রকাশকরা রাউলিংকে জানিয়েছেন, বইটি প্রকাশিত হলে তা বাণিজ্যিকভাবে সফল হবে কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন, এজন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। 
রাউলিংয়ের সেই উপন্যাসটির নাম ‘দ্য কাক্কুস কলিং’। অবশেষে সে বইটি প্রকাশিত হয় ২০১৩ সালে। সূত্র: বিবিসি ও গার্ডিয়ান।
 
বিবার্তা/ফারিজ
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com