অভিশপ্ত হয়ে যাচ্ছে গাঁও, নগর, শহরতলি
ঝড়ো হাওয়ায় ঘটে যাচ্ছে নির্মম ঘটনাবলি
ঘটনায় চাপাপড়ে ঘটনা হারায়;কী দিয়ে দেই রুখ?
ঘটনার ভিড়ে মাতম করে পৌরাণিক শুক
হাহাকার করে ডাকে “জাগো, তনু, ও তনু”
তবু জাগে না; তনুর পায়ে সভ্যতা নতজানু
মায়ের মত জড়িয়ে রাখে অন্ধকার
জমা রক্তে ডোবে থাকা নিস্তব্ধ কবন্ধ
পোড়ামুখো রাষ্ট্র জানে না ন্যায় বিচার
নীলমাছি খুঁজে পায় নষ্টবীজের গন্ধ
স্তব্ধ হওয়ার আগে লেখা হয়েছে সর্বনাশ
অভিশাপে চূর্ণবিচূর্ণ হবে প্রতিটি ঈশ্বর
কালস্রোতে বানের মত আসলে করাল গ্রাস
নির্লিপ্ত নাগরিক সুখ সংক্রমিত হবে এরপর
শুক জানে নগর পুড়লে দেবালয়ও পুড়ে
‘মাতম থেকে ধ্বংস’, ‘মাতম থেকে ধ্বংস’___
বলে শুক ওড়ে