দুদিন ধরে চৈত্রে বর্ষার বৃষ্টি ঝড়ছে। আকাশে ঘন মেঘ। বিকেলের আলো মিলিয়ে যাচ্ছিল দ্রুত। তারপরও শাহবাগের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের বিকেলটা ছিল আলোকিত। লেখক, প্রকাশক, পাঠকের মিলনমেলা যেন বসেছিল সেখানে। পাঁচজন প্রকাশক আয়োজন করেছেন ‘চৈত্রের বইয়ের আড়ং’।
আড়ং মানে মেলা। তবে এটি বইয়ের মেলা। এই মেলার অন্যতম বৈশিষ্ট্য মেলায় তুলনামূলক কম দামে পাঠক পছন্দের বই কিনতে পারবেন। মেলা চলবে আগামী ১২ এপ্রিল পর্যন্ত। সময় প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা।
গতকাল শুক্রবার বিকেলে যৌথভাবে মেলা উদ্বোধন করেন তরুণ লেখক ও প্রকাশকরা। এ সময় উপস্থিত ছিলেন নাট্যকার ড. তানভীর আহমেদ সিডনী, রুবাইয়াত আহমেদ, রম্যলেখক তাপস রায়, সায়েন্স ফিকশন লেখক মোশতাক আহমেদ, কথাসাহিত্যিক সাদাত হোসাইন, শিশু সাহিত্যিক হুমায়ূন কবির ঢালী প্রমুখ।
শব্দশৈলীর কর্ণধার ইফতেখার আমিন বলেন, পাঠকের কাছে নিয়মিত বই পৌছে দেয়ার চিন্তা থেকেই আমরা বাংলাদেশের সনামধন্য পাঁচটি প্রকাশনা প্রতিষ্ঠান এই মেলার আয়োজন করেছি। এটা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।
মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো- শব্দশৈলী, নালন্দা, চারুলিপি, ভাষাচিত্র ও আদর্শ প্রকাশনী।
বিবার্তা/এমহোসেন