যখন তখন অমন করে বৃষ্টি ঢেলো না!
কি চাও বলো?
বৃষ্টি যখন চাই যে আমি
বজ্র তখন ঢালো
ছায়া চাইলে জ্বালিয়ে দাও
এক পৃথিবী আলো!
এমন কেন! এমন কেন তুমি!
বুকের মধ্যে কেন এমন বানাও মরুভুমি!
জ্বলজ্বলে ঐ সূর্য যখন জ্বালাও তোমার বুকে
রৌদ্রতাপে পুড়ি তবু অবাক চোখে চাই
ধাঁ ধাঁ রোদের বাহুডোরে শরীর মেলে তবু
মরিচিকায় মুগ্ধ হয়ে বেভুল হয়ে যাই
ধূ ধূ ধূসর শূন্যতা ফের আমায় ছুঁয়ে যায়
মরিচিকা মিলায় দূরে
উত্তাপে হই ছাই!
তোমার বুকে যখন ওড়ে হাজার কালো পাখি
তাদের রঙিন ডানায় যখন মুগ্ধ এ চোখ রাখি
উড়বো বলে তখন আমি যেমনি ভেবে নিই
পাখিরা সব শূন্যে মিলায়
একলা পড়ে রই! ডানা যে নাই!
মিথ্যে কেন স্বপ্ন দেখাও! কষ্টে ভেসে যাই!
জোছনাধোয়া চাঁদটা দেখে যতই ভালবাসি
ক্ষণপরেই জোছনা মিলায়
ফিকে চাঁদের হাসি!
এমন কেন! এমন কেন তুমি!
মিথ্যে কেন হৃদয়টাকে বানাও মরুভুমি!