১. বৃষ্টির জন্য সংগ্রাম
অনাবৃষ্টির দিনে আমাদের মগজে
তুমি মানে তুলোমেঘের উড়াউড়ি
আমরা সাতটি ভাই দিনরাত আকাশে তাকাই
জলের খোঁজে নখ দিয়ে মাঠ খুঁড়ি
নিদাঘ দুপুরবেলায় আমাদের ছায়া থেকে
কুকুরগুলো তিষ্ঠ হয়ে ক্ষেত চাটে
আগুনের মশাল হাতে বাইরে বাতাস
আমাদের খুঁজে বেড়ায় প্রতিঘরে, তল্লাটে
দহনের সৈন্যদলে পুড়িয়ে দেয় বসতবাড়ি,
তাতায় উঠান, বানায় ছাই
বৃষ্টিজলে ভিজবো বলে
আমরা সাত সহোদর, আগুন দিয়ে ভাত মাখাই
২.বিগলন
মাঠের সবুজ উড়ছে বাষ্প হয়ে
চুল্লি থেকে সদ্য নামানো বিটুমিন গলছে
ইট-সুরকি, পাথরের শরীরে
নির্মাণাধীন রাস্তার পাশে প্রাচীনবটের তলায়
বেমানান হৃদয় হতে ঝরছো তুমি
বিটুমিনের কুচলাকালো রঙ ধরে।