আমার স্বাধীনতা গোধূলি লগ্নের অন্তিম ঊষার গায়ের রং,
আমার স্বাধীনতা চপলা মেয়ের চঞ্চল চরণে নূপূরের কাঁপা ঢং।
চলন্ত কুণ্ডলীর প্রকাণ্ড সংঘাতের তীব্র বজ্রপাত,
স্নেহময়ী মায়ের বক্ষভেদি শুলের বিষাক্ত আঘাত।
আমার স্বাধীনতা সুনামির প্রচণ্ড তুলপাকুল তোলা মানুষের জীবন,
কঠিন সংকটে দীপ্ত পদক্ষেপে ক্ষিপ্ত সহমরণ।
আমার স্বাধীনতা প্রভাতের সবুজ ঘাসে জ্বলজ্বলে শিশির কণা,
নবান্নের আনন্দে মাতানো কৃষাণের তৃপ্ত দৃষ্টির স্বপ্নে বোনা।
আমার স্বাধীনতা সপ্ত ডিঙ্গায় চড়ে তেপান্তরে পাড়ি জমানো গল্পকথা,
গ্রাম্য রমনীর সূচের আঁচড়ে রঙ্গিন সূতার নকশী কাঁথা।
ঘোড়ার খুরের ঊল্লাসে মৃত্তিকা কম্পিত ছন্দ,
জাগ্রত বালকের উদ্যত মনোবলে নেই দ্বিধা দ্বন্দ্ব ।
আমার স্বাধীনতা নিত্য সাজে ফুল মাল্যে নিত্য বাঁধে জারিসারি ভাটিয়ালি গান,
নিত্য নবীনা সাজ সাজ রুপে শোনে ঝর্না নদীর কলতান।
আমার স্বাধীনতা হাসি কান্নার স্বপ্নে রাঙ্গা বেলুনে জমানো স্বস্তির নিঃশ্বাস,
রুদ্র ধূলায় বৃষ্টিতে জড়ালো কোকিল কুটুম কাক ডাকা ভোরে স্নিগ্ধ সবুজ ঘাস
লেখক: কবি, লেখক সংগীত শিল্পী ও বিশেষ সংবাদদাতা বাপসনিউজ।
বিবার্তা/মহসিন