১. তুলো বীজ আর স্বপ্ন কথা
তুলো বীজ সাজিয়ে দেয় সবুজ সংসার
স্বপ্ন মাখে নরম বালিশে,
আদিম খেলে টেনে নেয় সৃষ্টি লাঙ্গল
আবেগ জমা খামে পাঠ চুকায় হিসেব কষে।
বীজ বপন হবে রোমান্টিক নিশানায়
নেবে জন্মান্তরের স্বাদ সভ্যতার বুকে,
সময় স্রোত বিলাতে চায় নিঃস্বর্গ প্রেম
মেঘ ডুমুরের বনে বয়াম ভর্তি স্বপ্ন সুখে।
২.খনিজ
এই নিবিড় নিঃশ্বাস একদিন প্রস্তরীভূত হবে
তা জানলো না কেউ,
চেতনার জলবিন্দু,পৃথিবীর আলো,উড়ন্ত জোনাকি
সব রাত পাখি,নক্ষত্রের ঢেউ।
একদিন খুঁড়ে তুলতে হবে মাটিমগ্ন মায়া
নিমগ্নতার সিঁড়ি,সুগন্ধি সময়,
তাই খননযোগ্য করে যাই
চেতনার জলবিন্দু,দুঃখ এবং ভয়।
৩. বিবর্ণ অনুভব
মৃত এবং অর্ধমৃত শহরে
সাদা সাদা শব-দের মিছিল,
নিবাস ছেড়ে আকাশ নিচ্ছে দখল
শকুন আর চিল।
উজাড় বনস্থ পত্রাদি
স্রোত নেই গাঙে,
শিশু কিশোরের রক্তে
কান্নার ঢেউ ভাঙে।
স্নায়ুতে, বোধে বিক্ষোভের জন্ম দেয়া
ইতিহাস ভুলার চলছে ফন্দি,
সূর্য চুরির অপবাদে
বিবেকের দল স্বেচ্ছায় কারাবন্দী।