আমি স্বপ্ন বুনেছি।
রুষ্ঠ পৃথিবীর বিয়োগান্ত ভালোবাসার
এক ফোটা অশ্রুজল ছুঁয়ে দেখবো।
আমি বুঝে নেব নীলাক্ষীর অশ্রুজলে
কোন বিরহের ছোঁয়া ছিলো কি না,
না কি সুচিন্ত কুশিলবতার বহ্নি ছিলো।
যে অগ্নি স্ফুলিঙ্গ ক্ষণে ক্ষণে
অঙ্গার করেছে আমায়,
তামাটে গন্ধে ভরিয়েছে আশপাশ,
আমি তাকে ছুঁয়ে দেখবো।
যে নীলাক্ষীর নেত্র তারায়
ছিলো আমার স্থবিরতা,
যার নেত্র পল্লবে আমার
সহস্র চুমু আঁকা ছিলো,
আমি তাকে ছুঁয়ে দেখবো।
যে নীলাক্ষীর অশ্রু সরোবরে
আমার সলিল সমাধি হয়েছে,
হারিয়েছি অতল গহবরে
স্বপ্ন স্বাদ জলাঞ্জালি দিয়ে,
আমি তাকে ছুঁয়ে দেখবো।
যে নীলাক্ষীর মায়াজালে
সম্ভেদ জ্ঞান হারিয়েছি,
বিয়োগান্ত ভালোবাসার দুর্লভ স্বাদ নিয়েছি,
আমি তাকে ছুঁয়ে দেখবো।
কবি : ভেটেরিনারী বিভাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়, তৃতীয় বর্ষ।
বিবার্তা/মহসিন