ম্যান বুকার পেলেন কোরিয়ার হান কাং

ম্যান বুকার পেলেন কোরিয়ার হান কাং
প্রকাশ : ১৭ মে ২০১৬, ১২:৩০:০৯
ম্যান বুকার পেলেন কোরিয়ার হান কাং
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+
দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং ২০১৬ সালের সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার ম্যান বুকার জয় করেছেন।
 
মানুষের নির্মমতা প্রত্যাখ্যান করতে চাওয়া এক নারী যিনি মাংস খাওয়া ছেড়ে দিয়ে নিরামিষাশী হয়ে ওঠেন তাকে কেন্দ্র করে লেখা ‘দ্য ভেজেটেরিয়ান’ উপন্যাসের জন্য তিনি বুকার পেলেন।উপন্যাসটি ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন ডেবোরাহ স্মিথ।
 
বিচারক প্যানেলের চেয়াম্যান বয়েড টনকিন বলেন, দক্ষিণ কোরিয়ান লেখক হান কাঙের কাজটি ছিল অবিস্মরণীয়ভাবে শক্তিশালী এবং মৌলিক।
 
পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ মূল লেখক হান এবং তার ব্রিটিশ অনুবাদক স্মিথ উভয়ের মাঝে ভাগ করে দেওয়া হবে।
 
ক্রিয়েটিভ রাইটিং-এর প্রভাষক হান কাঙের প্রথম উপন্যাস এটি যা ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে।
 
হান বলেন, নিজের একটি ছোটগল্প ‘দ্য ফ্রুট অব মাই উইমেন’ পরিমার্জনা করতে গিয়ে এই উপন্যাসটির গল্প মাথায় আসে।গল্পটি শেষ করার পর আমি অনুভব করতে পারি, আমার ভেতরে ব্যাখ্যার অতীত কোনো অনুভূতির সৃষ্টি হচ্ছে যা আমাকে এইসব চিত্ররাশি নিয়ে পুনরায় কাজ করতে বাধ্য করে।’
 
টনকিন বলেন, বিচারকেরা বিজয়ীর ব্যাপারে সর্বসম্মত হয়েছিলেন।
 
সিএনএনের খবরে বলা হয়েছে, একজন নারী যিনি সমাজে মাংস খাওয়ার রীতিনীতি ত্যাগের জন্য যে সংগ্রাম চালিয়ে গেছেন তার ওপর রচিত হয়েছে উপন্যাসটি। প্রাণী রক্ষা আন্দোলনে তার ওই উপন্যাস ব্যাপক ভূমিকা রেখেছে বলেই তাকে এ পুরস্কারটি দেওয়া হয়েছে।
 
নির্বাচকমণ্ডলী বোর্ডের চেয়ারম্যান বয় টনকিন বলেছেন, গীতধর্মী ও ট্রাজেডি উভয় পদ্ধতির মাধ্যমে একজন নারীর পারিবারিক ঐতিহ্য ও সমাজের রীতিনীতি উপেক্ষা করার চিত্র উপন্যাসে নিখুঁত, সংক্ষিপ্ত ও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। স্মিথের ইংরেজিতে অনুবাদও ছিল অত্যন্ত সুন্দর ও কার্যকরী।
 
গত বছর ‘এ ব্রিফ হিস্ট্রি অব সেভেন কিলিং’ উপন্যাসটির জন্য জ্যামাইকান লেখক মারলন জেমসকে এই পুরস্কার দেওয়া হয়।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com