‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৫’ প্রদান করা হয়েছে। ২০১৫ সালের জন্য এ পুরস্কার পেয়েছেন নির্মলেন্দু গুণ, রাজকুমার সিংহ এবং স্বকৃত নোমান।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই তিন সাহিত্যিকের হাতে সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
এবার সাহিত্যের তিনটি ক্যাটাগরিতে নির্মলেন্দু গুণ তার ‘রক্ষা করো হে ভৈরব’ গ্রন্থের জন্য কবিতা ও কথাসাহিত্য বিভাগে, রাজকুমার সিংহ তার ‘মৈত্রেয়ী নেই, মৈত্রেয়ী আছে’গ্রন্থের জন্য প্রবন্ধ, ভ্রমণ ও অনুবাদ বিভাগে এবং স্বকৃত নোমান তার ‘কালকেউটের সুখ’ গ্রন্থের জন্য ‘হুমায়ুন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার ’বিভাগে বিজয়ী হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন সমকালের প্রকাশক এ কে আজাদ, সমকালের নির্বাহী সম্পাদক মোস্তাফিজ সফি, ব্র্যাক ব্যাংকের নির্বাহী পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুরি বোর্ডের সদস্য কবি আসাদ চৌধুরী ও মুস্তফা নূরুল ইসলাম।
সাহিত্যে মেধা ও মননশীলতা প্রসারের লক্ষ্যে ২০১১ সালে এ সাহিত্য পুরস্কার দেয়া শুরু করে যৌথভাবে ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল। এ বছর পুরস্কারের জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ৪৭২টি বই জমা পড়ে। চার সদস্য বিশিষ্ট জুরি বোর্ড সেখান থেকে সেরা তিনটি বই নির্বাচন করেন।
জুরি বোর্ডে ছিলেন- জাতীয় অধ্যাপক মুস্তফা নূরুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কবি আসাদ চৌধুরী ও কথাসহিত্যিক সেলিনা হোসেন।
বিবার্তা / মৌসুমী