মহাকালের টানে

মহাকালের টানে
প্রকাশ : ০২ জুন ২০১৬, ১৩:০৮:২৯
মহাকালের টানে
আবদুল লতিফ জনি
প্রিন্ট অ-অ+
ভূতের মুখে রামের জপন শুনতে বেমানান
 
জাতি-ধর্ম-গোত্র ভেদে সবাই এক সমান।
 
কেউবা বলে আরএসএস, কেউবা সেবক সংঘ,
 
কেউবা আবার আইএস সাজে, আল কায়দার অঙ্গ...!
 
 
 
কেউবা বলে হিন্দু মোরা, কেউবা মুসলমান।
 
কেউবা আবার মুছার পাগল, ঈশায় মুহ্যমান।
 
কেউবা আবার বুদ্ধ প্রেমে হাবুডুবু খায়;
 
তারাই আবার খুনের হলিখেলায় যায়।
 
 
 
মানুষ রূপে জন্ম মোদের একই রংয়ের খুন...;
 
সকল শিশুর একই আওয়াজ, খোদার অপার গুণ।
 
কেউবা ছুটে টাকার পিছে, কেউবা ক্ষমতার-
 
কেউবা আবার হোঁচট খেয়ে খুঁজে পথের দ্বার।
 
এইভাবে তো দিন কেটে যায় মহাকালের টানে...!
 
তবুও কেনো মৃত্যু সবার গুনছি নিঠুর মনে।
 
 
 
প্রেমের আশা চোখের ভাষা যোজন যোজন মিল;
 
হিংসা ভুলে হোক না সবাই ভালোবাসায় নীল।
 
এই যদি হয়, সবার হৃদয় মানব গুণে পূর্ণ
 
নরক সে তো স্বর্গ হবে হিংসা হবে চূর্ণ ।
 
 
বিবার্তা/জনি/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com