আমি যতবার তাকাই ঐ ছবিটির দিকে
অজানা এক ভাব তন্ময়তা আমায় আচ্ছন্ন করে
হারিয়ে ফেলি নিজেকে তার মুখাবয়বে-
দেখতে পাই বাংলার সচিত্র মানচিত্র
সবুজ বনাঞ্চল, অবারিত ফসলের ক্ষেত,
খালবিল, নদীনালা, পাহাড়সমুদ্র,
ফুলফল, পাখিপাখালি, চাঁদসূর্য
চাষা-মজুর-মেটেদের স্বপ্ন বুনন..........
আমি যতবার তাকাই ঐ ছবিটির দিকে
অজানা অস্ফুটন সুর আমায় টানে
দেখতে পাই তার দুই চোখের গভীরে
আদি অন্তহীন এক বাঙ্গালি সত্তা
হুংকার দিয়ে বলে,
‘আমরা শোষিতের পক্ষে
আমরা নির্যাতিতের পক্ষে
আমরা মানবতার পক্ষে
আমাদের মৃত্যু নাই
আমাদের ক্ষয় নাই।’
আমি যতবার তাকাই ঐ ছবিটির দিকে
শুনতে পাই তার ঠোঁটের অব্যক্ত কথামালা-
বারবার বলে, বলতেই থাকে,
‘আমরা বীর বাঙ্গালী-
শত ঝড় ঝাপটায়,
সূর্যের মত সুন্নত আমাদের মাথা
আমাদের কণ্ঠে সমুদ্রজয়ের গান
আমাদের বুক পাহাড়ের মত অবিচল
আমরা স্বাধীনচেতা
আমরা মুক্তিকামী
আমাদের মৃত্যু নাই
আমাদের ক্ষয় নাই।
বিবার্তা/জিয়া