নিজের ছবি আঁকতে
শুধু তোমার ছবি আঁকি।
কবিতা লিখতে গিয়ে শুধুই
তোমার নাম লিখি।
নির্মল সুন্দর ঝরনার স্বপ্ন দেখতে চাইলে
কেবল তোমাকে স্বপ্ন দেখি।
অন্তরাত্মার কাছে প্রশ্ন করে দেখি,
এলোমেলো ভাবনার বিন্দুগুলির
ঘূর্ণিঝড়ে-
নিজেকে আসলে বিলীন করেছি তোমাতে।
সমুদ্রতীরে দাঁড়িয়ে-
ঢেউয়ের সাথে,
নিজের হৃদয়ের ঢেউ বদল করে দেখি
সমুদ্রের জল আর লোনা নয়-
কারণ-
চুম্বন দিয়েছি আমি তোমার অধরে।
নীল আকাশ আর মাটি,
দূর দিগন্তে যেখানে মিলেমিশে একাকার,
খুঁজে দেখো-
সেখানেই তোমার আমার হৃদয়ের মিলনস্থল।
বিজ্ঞানের টেলিস্কোপ নয়-
ভালোবাসার অন্তর্চক্ষে শুধু দেখি আমি।
পূর্ণিমার রাতে জোছনার জলে-
সেই স্বপ্নকন্যার সাথে
হাতে হাত রেখে,
ভিজতে চাই এই অভিলাষী মনটা
যেখানে মন শুধু-
মনের ভাষায় কথা কইবে,
নয়নে নয়ন রেখে।
বিবার্তা/জিয়া