চারিদিকে নিস্তব্ধতা, ঝিঁঝিঁ পোকারা এখন ক্লান্ত
আদুরে হাওয়া মাঝে মাঝে বয়ে আনছে
সদ্যফোঁটা বুঁনো ফুলের মন মাতানো সুগন্ধ।
চাঁদের আলোর নৈসর্গিক চুম্বনে উচ্ছলিত ধরণী
ক্লান্ত চোখের পাতায় তখনও স্বপ্নের ছায়া লেগে আছে
শুভ্র মেঘের অবিরত চিত্র পরিবর্তনের খেলায়মত্ত সামা’আ-
অস্পষ্ট স্বপ্নের যাতনায়, দীর্ঘ আমার রজনী
হঠাৎ! স্বপ্নস্বরে, হাওয়ায় ভেসে এলো-
“তোমায় ডাকবো পরাণ বলে, জ্যোৎস্না নেবো আঁচল ভরে-
ঘুম পাড়াবো সুরের তাঁলে” ।
জ্যোৎস্নার প্লাবনে, কবিতার ছন্দে, সুরের লিপিতে-
তুমি এলে জীবনের উপকূলে।
শিশিরের স্নিগ্ধতায় ভেঁজা
গোলাপের দামে কিনে দিয়েছিলে আমায়
স্বপ্নে ভরা একটি পূর্ণিমারাত।
বিবার্তা/কাফী