প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৬, ১২:১৬:০৪
প্রত্যাবর্তন
অনির্মাণ বিন্দু
প্রিন্ট অ-অ+
প্রিয়তমা আমার-
তোমাকে বলতে পারি না-
জীবন সংগ্রামে,
  আমি এক ফেরারি আসামি।
 
প্রতিক্ষণ পিছনে ফেলে চলেছি-
নতুন জীবনের পথে।
তোমাকে এনে দিতে পারিনি -
কাঁঠালচাঁপার সুগন্ধে ভরা,
জোছনার বাঁশির সুরে মোহিত সেই কণ্ঠহারটি।
 
সময়ের চাকায় বাধা পড়েছি।
চলছে জীবন–
উত্তাল ঢেউয়ের মাঝে,
অসহায় নিয়তির সাথে যুদ্ধ করে।
 
পূর্ণিমা রাতে, জ্যোৎস্না প্লাবনে-
জীবননৌকা চালাতে,
আজ ভীষণ ইচ্ছা করে।
 
প্রিয়তমা,
তোমাকে আজও বলতে পারিনি-
এ জীবনতরী ঘূর্ণিঝড়ের দমকা হাওয়ায় 
বিলীন হতে চাইছে মহাকালের সাথে, 
অসহায়, নির্বাক হয়ে চেয়ে আছি-
কেবলিই অসীম প্রত্যাবর্তনের পথে।
 
বিবার্তা/জিয়া
 
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com