প্রিয়তমা আমার-
তোমাকে বলতে পারি না-
জীবন সংগ্রামে,
আমি এক ফেরারি আসামি।
প্রতিক্ষণ পিছনে ফেলে চলেছি-
নতুন জীবনের পথে।
তোমাকে এনে দিতে পারিনি -
কাঁঠালচাঁপার সুগন্ধে ভরা,
জোছনার বাঁশির সুরে মোহিত সেই কণ্ঠহারটি।
সময়ের চাকায় বাধা পড়েছি।
চলছে জীবন–
উত্তাল ঢেউয়ের মাঝে,
অসহায় নিয়তির সাথে যুদ্ধ করে।
পূর্ণিমা রাতে, জ্যোৎস্না প্লাবনে-
জীবননৌকা চালাতে,
আজ ভীষণ ইচ্ছা করে।
প্রিয়তমা,
তোমাকে আজও বলতে পারিনি-
এ জীবনতরী ঘূর্ণিঝড়ের দমকা হাওয়ায়
বিলীন হতে চাইছে মহাকালের সাথে,
অসহায়, নির্বাক হয়ে চেয়ে আছি-
কেবলিই অসীম প্রত্যাবর্তনের পথে।
বিবার্তা/জিয়া