বর্ষার বিন্দুগুলি বর্ণমালা হয়ে ঝরছে অবিরাম।
জমিনে লিখিত হচ্ছে ঋতুচক্রে গর্ভধারণের ইতিহাস।
উৎসাহ, উদ্দীপনায় শিহরিত প্রেমিক কৃষক,
ফলাবে ফসল, ঘুচবে দুখ-
শোধ হবে মহাজনের দাদন।
পরিশ্রমের লোনাজলে ক্লান্ত কৃষক।
কবিতার মতো চোখ নিয়ে বারবার ফিরে আসে,
এক খণ্ড ফসলের ক্ষেতে।
পূরণ হবে এবার ছোট্ট ছেলের ইলিশের আবদার-
বউয়ের লাল পেড়ে সবুজ শাড়ির বায়নার।
মধুর আলিঙ্গনে স্বপ্ন সাজাতে ব্যস্ত কৃষক
তখন সুবিধাভোগী নদীশাসক
হৃদয় জমিনে
শকুনের মতো চালায় শত তীরের আঘাত।
ভেসে যায় রক্ত বন্যায়
জনপদ, অসহায় হাজারো স্বামীর ভালবাসা,
এক পিতার ওয়াদা
আর শুধু পলি জমে মহাজনী দাদনে।
অনুরোধ নয়
অধিকারের ন্যায্য অংশীদারি চাই
বিনাশ চাই সকল অপশক্তির!
আর মুক্তি চাই অবরুদ্ধ স্বপ্নগুলির।
বিবার্তা/বিন্দু/জিয়া