আষাঢ়ে ঝিম ঝিম বৃষ্টিতে ভিজে চুপ চুপ সব,
এরকম মিষ্টি বৃষ্টি কত দিন পর পর আসে
জানি না!
কেউ কি জানে এ মধুর বৃষ্টির মজা?
চোখ বন্ধ করে একটু দাঁড়াই রাস্তার পাশে
রাতের সোডিয়াম বাতির নিচে;
সোনালী আলো আর কি অদ্ভূত সুন্দর
মাটির ঘ্রাণ আর সেই সাথে বৃষ্টির পড়ার শব্দ।
শুভ সন্ধ্যায় আমার জন্যে মনে হয় বৃষ্টি এলো
আষাঢ়ে এই রকম দিনে...!
চৌদ্দ বছর আগে থিয়েটার থেকে ফেরার
কথাটা মনে পড়ে গেল!!
বিকেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে সন্ধ্যা
টাউন হল থেকে বেরিয়ে হাটতে হাটতে বত্রিশ নম্বর
কী করে বৃষ্টি বিলাস করা যায় তা তুমি জানতে?
বয়সের কারণে বুঝি এই পাগলামো ছিল তাই না?
পরের দিন কী জ্বর, ঠান্ডা বিছানায় টানা তিন দিন
বৃষ্টিও যে তোমার ভিষণ প্রিয় জানলাম সেদিন।
আজও সেই রকম বৃষ্টি
রিকশা ছেড়ে ভিজতে ভিজতে হাটলাম অনেকটা পথ
পার্থক্য কি জানো?
তুমিও নেই রাস্তাটাও অন্য!!
সখ কখনো মরে না
মোহাম্মাদ ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ বিশ্বাস)
কত স্বাদ, কত ইচ্ছে,
কত কিছুই না করে
দেখাবার কথা ছিল এ জীবনে।
আধার চোখের সামনে দিয়ে
চলে যাওয়া ঝিলিক আলোর মতো,
আর সমস্ত সময় ও সম্পর্ক
প্রেমের চির-টানের মতো চলে
গেছে বহু ক্রোশ দূরে জীবন থেকে।
এটা অনেক ধ্রুব সত্য কথা যে,
কিছু করতে পারি নাই এ জীবনে।
বাস্তবতা আর বন্ধুর পথ
পাড়ি দিতেই কি সব শেষ?
বয়সের বিষে এখন জীবন থেকেও নেই!
নিভে জ্বলা দ্বীপে বেঁচে আছি এই আশায়
শুনেছি সখ নাকি কখনো মরে না।
বিবার্তা/ওয়াহিদ/কাফী