জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজন দে বলেছেন, অনেকের ধারণা আওয়ামী লীগ হিন্দুবান্ধব একটি রাজনৈতিক দল। কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমান সরকারের আমলে হিন্দু সম্প্রদায়সহ সংখ্যালঘুরা ভাল নেই। বিভিন্ন পূজামণ্ডপ ভেঙ্গে ফেলার মত ঘটনা এই সরকারের আমলেই ঘটছে। আওয়ামী লীগ-বিএনপি নয়, এরশাদের শাসনামলেই হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদে ছিলো।
রবিবার বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
সুজন বলেন, এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলেও তার আমলেই সংখ্যালঘুরা স্বস্তিতে ছিল। তিনি মসজিদের পাশাপাশি সকল মন্দির, গির্জা ও উপাসনায় বিদুৎ-পানি বিল মওফুক করে দিয়েছিলেন। তাই যে ব্যাক্তি সকল ধর্মের সম্মান দিতে জানেন এবং যার শাসনামলে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদে থাকবে সেই জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে।
আকবর রব চৌধুরীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন স্থানীয় জাপা নেতা মোহাম্মদ মিয়া চৌধুরী, ছাত্রলীগ নেতা কফিল মাহমুদ, রিটন নাথ বাবু, পুজা উদযাপন পরিষদের নেতা ডা. বাবুল চৌধুরী, কৃঞ্চ দে, সুমন দে, রাজন দে, রিপন কুমার, শিমুল বিশ্বাস, রুবেল দে প্রমুখ।
বিবার্তা/বিপ্লব/যুথি