ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইতে ৮৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির। আর দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৮ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৬ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি