ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টি কোম্পানির। আর দর কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৩ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৭ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি