দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমছে। তবে এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৩৯৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫৬ কোটি ৪৭ লাখ টাকার বা ১৭ শতাংশ বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি