দেশের প্রধান পুঁজিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৪৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টানা পাঁচ দিনের পতন কাটিয়ে আজ উত্থানে ফিরলো পুঁজিবাজার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টি কোম্পানির। আর দর কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬২ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৫ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি