ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের চেয়ে আজ লেনদেন কিছুটা বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে প্রায় ১৩ শতাংশ লেনদেন বৃদ্ধি পেয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৪৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫২ কোটি ৮৪ লাখ টাকার বেশি লেনদেন। আগের দিন ডিএসইতে ৩৯৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গরবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক দশমিক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৫০ পয়েন্টে। শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৭ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি