দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। সেইসঙ্গে কমেছে লেনদেনও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২৯ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন ডিএসইতে ৪০৫ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক দশমিক শূন্য ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে। শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭১ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি