দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ লেনদেনেও রয়েছে ঊর্ধ্বগতি। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১২৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫২টি কোম্পানির। আর দর কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে। শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৯৫ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি