দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন সামান্য কমে গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪৪২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৯ কোটি ২৭ লাখ টাকার কম লেনদেন। গতকাল ডিএসইতে ৪৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৯৫ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি