ডিএসইতে পিই রেশিও বেড়েছে

ডিএসইতে পিই রেশিও বেড়েছে
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৬, ১২:২৯:৪২
ডিএসইতে পিই রেশিও বেড়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আগের সপ্তাহের তুলনায় পিই রেশিও বেড়েছে দশমিক ৬ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৪ দশমিক ৮৪ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল  ১৪ দশমিক ৭৮ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।
 
সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৮ পয়েন্টে, সিমেন্ট খাতের  ২৭ দশমিক ৭ পয়েন্টে, সিরামিক খাতের ২০ দশমিক ৩ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬  দশমিক ৭ পয়েন্টে, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ২৮ দশমিক ৭ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১৩ দশমিক ৪ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১০ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ৩০ পয়েন্টে।
 
এছাড়া পাট খাতের মাইনাস ২৭ দশমিক ৫ পয়েন্টে, বিবিধ খাতের ২৬ দশমিক ৩ পয়েন্টে, এনবিএফআই খাতে ১৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৪ দশমিক ৬ পয়েন্টে, চামড়া খাতের ২১ দশমিক ৮ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯ দশমিক ৪ পয়েন্টে, বস্ত্র খাতের ১২ দশমিক ১ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতের ১৮ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com