দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিববার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির। আর দর কমেছেও ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৮ পয়েন্টে। শরীয়াহ সূচকও ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৯৮ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি