ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১২৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৮টি কোম্পানির। আর দর কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক দশমিক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে। শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৮৪ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি