দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও সামান্য কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৯ কোটি ২৪ লাখ টাকার কম লেনদেন। সোমবার ডিএসইতে ৪৬৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৬৭ পয়েন্টে। শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি