দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন গত এক সপ্তাহ ধরে ৪০০ কোটি টাকার ঘরে ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে তিন কার্যদিবস ধরে সাড়ে ৪০০ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। বুধবার ডিএসইতে ৪৮১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৭ কোটি ৮১ লাখ টাকার বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৪৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬৯ পয়েন্টে। শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৮৩ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি