ডিএসইতে ৫০০ কোটি টাকার লেনদেন

ডিএসইতে ৫০০ কোটি টাকার লেনদেন
প্রকাশ : ১১ আগস্ট ২০১৬, ১৫:৪২:০৮
ডিএসইতে ৫০০ কোটি টাকার লেনদেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসই লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
 
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫০০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১৯ কোটি ৯ লাখ টাকার বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৪৮১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
 
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।
 
এদিকে প্রধান মূল্য সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৪ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮১ পয়েন্টে।
 
বিবার্তা/জাকিয়া/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com