ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেন কমেছে বড় ব্যবধানে। এদিন আগের দিনের চেয়ে প্রায় ৩৩ শতাংশ লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৩৩৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ১৬৫ কোটি ২ লাখ টাকার কম লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৫০০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে। শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৬ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি