দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনে বড় উত্থান হয়েছে। এদিন আগের দিনের তুলনায় প্রায় ১৮ শতাংশ লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫০৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৭৮ কোটি ৪৬ লাখ টাকার বেশি লেনদেন। গতকাল ডিএসইতে ৪২৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৯৫ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭১ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি