ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ২৪৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর দর কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬০৫ পয়েন্টে। শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৭ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি