ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। ডিএসইতে আজ ৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫০৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৮৫ পয়েন্টে। শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১২১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬৫ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি