দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেন কমেছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৮ শতাংশ।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৪১ কোটি ২০ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে ৫১১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৯ পয়েন্টে। শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬৬ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি