দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের সামান্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও সামান্য কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪৪৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৩ কোটি ৪৫ লাখ টাকা কম। রোববার ডিএসইতে ৪৭০ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৭ পয়েন্টে। শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৬২ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি