ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ২৮৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টি কোম্পানির। আর দর কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৭৬ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৬২ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি