দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। তবে লেনদেনে ঊর্ধ্বগতি রয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫১ পয়েন্টে। শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি