ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৩৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টি কোম্পানির। আর দর কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫০ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি