দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১৩৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টি কোম্পানির। আর দর কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
এই সময়ে ডিএসইর প্রধান সূচক দশমিক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৬ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি