দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৯ শতাংশ লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৫৩১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১২০ কোটি ৫৭ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৪১০ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫২৩ পয়েন্টে। শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৩৪ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি