দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ফলে টানা দরপতন থেকে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। তবে আজ আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২ কোটি ১৭ লাখ টাকা কম লেনদেন। গতকাল ডিএসইতে ৪০৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে। শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪৪ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি