দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় ১৮ শতাংশ লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৪৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৩ কোটি ৭৬ লাখ টাকার বেশি লেনদেন। বৃহস্পতিবার ডিএসইতে ৪০৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৫৭ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৪৭ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি