দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা বেড়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৪২৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৫ কোটি ৭০ লাখ টাকা কম লেনদেন। রবিবার ডিএসইতে ৪৮০ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬৩ পয়েন্টে। শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫১ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি