দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের চেয়ে সূচক কিছুটা বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৭৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫০ কোটি ৫৭ লাখ টাকা বেশি লেনদেন। সোমবার ডিএসইতে ৪২৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮টির শেয়ার দর।
এদিকে প্রধান মূল্য সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১০৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৫৪ পয়েন্টে।
বিবার্তা/জাকিয়া/যুথি